ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব আয়োডিন ঘাটতি জনিত রোগ প্রতিরোধ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বিশ্ব আয়োডিন ঘাটতি জনিত রোগ প্রতিরোধ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতেও পালিত হয়েছে বিশ্ব আয়োডিন ঘাটতি জনিত রোগ প্রতিরোধ দিবস।

শুক্রবার (২১ অক্টোবর) দিবস উপলক্ষে পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আলোচনার সভার অয়োজন করা হয়।

আগরতলার টি বি অ্যাসোসিয়েশনের হল ঘরে আয়োজিত আলোচনা সভায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভানেত্রী মনমোহিনী দেবনাথ, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ড. গৌতম দেবনাথসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা আয়োডিনের অভাবে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে ও এই সমস্যাগুলো দূর করার উপায় সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভায় আশাকর্মীসহ স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসসিএন/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।