ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জুমচাষ নির্ভরশীলতা কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ত্রিপুরায় জুমচাষ নির্ভরশীলতা কমছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকায় জুম চাষের ওপর নির্ভরশীলতা দিন দিন কমছে, এমনটাই বলছে পরিসংখ্যান।

রাজ্য বনবিভাগের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে রাজ্যে জুম চাষ হয়েছে ১৯ হাজার ৫শ’ ৪০ হেক্টর জমিতে, ২০১৪-১৫ অর্থবছরে রাজ্যে জুম চাষ কিছুটা কমে হয়েছে ১৭ হাজার ৮শ’ ৫৯ হেক্টর এলাকায়।

২০১৫-১৬ অর্থবছরে রাজ্যে জুম চাষের পরিমাণ আরও কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫শ’১১ হেক্টর জমিতে।

রাজ্যে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর একাংশ জুম চাষের ওপর নির্ভরশীল। তবে এসব মানুষকে জুম চাষ পদ্ধতি ছেড়ে অন্য পেশায় যুক্ত করার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার।

বিকল্প কাজের মধ্যে রয়েছে মৎস্য চাষ, ফল ও বিভিন্ন অর্থকড়ি ফসল চাষে উৎসাহীর করাসহ পরামর্শ ও আর্থিক সহায়তা।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।