ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বাতিল আব্বাস মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বাতিল আব্বাস মেলা

কোলকাতা: নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কারণে কোলকাতায় প্রবাদ প্রতিম লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘আব্বাস মেলা’ বাতিল করা হয়েছে।

চলতি মাসের ৪ ও ৫ নভেম্বর আব্বাসউদ্দিন স্মরণ সমিতি এবং বাংলাদেশ উপ হাই কমিশনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছিল।

কোলকাতার উপ হাই কমিশন প্রাঙ্গণে দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে দুই বাঙলার সঙ্গীত শিল্পীদের উপস্থিত থাকার কথা ছিল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদফতর সূত্রে  জানা গেছে প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়তে পারে।
 
প্রাকৃতিক দুর্যোগের কারণেই আপাতত এঅনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বাংলাদেশ উপ হাই কমিশনের তরফে থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।