ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিকে মমতার তিনদিনের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দিল্লিকে মমতার তিনদিনের আল্টিমেটাম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সরকারকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন। তিনি জানান, আগ‍ামী তিনদিনের মধ্যে ৫০০ ও ১০০০ রুপি নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সরকারকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন।

তিনি জানান, আগ‍ামী তিনদিনের মধ্যে ৫০০ ও ১০০০ রুপি নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

তা না হলে পথে নামবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিল্লিতে আম আদমি পার্টি আয়োজিত নোট বাতিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এই আল্টিমেটাম দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মমতা মোদী সরকারের বিরোধিতা করে বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা অচিরেই বাতিল করতে হবে।

এর আগে, ১৬ নভেম্বর (বুধবার) রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নোট বাতিলের সরকারি সিদ্ধান্তে তিনি প্রতিবাদ জানান।

অন্যদিকে, লোকসভায় শীতকালীন অধিবেশনে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরোধীদলগুলো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।