ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাউথ সিটি মল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাউথ সিটি মল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো কলকাতার সাউথ সিটি শপিং মল। রোববার (০৪ ডিসেম্বর) সকালে শপিং মলটিতে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মলের ভেতরের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কলকাতা: অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো কলকাতার সাউথ সিটি শপিং মল।

রোববার (০৪ ডিসেম্বর) সকালে শপিং মলটিতে আগুন লাগে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মলের ভেতরের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
প্রাথমিক ফুড কোর্টে আগুন লাগলেও পরবর্তিতে ধোঁয়ায় ভরে যায় পুরো শপিং মল। দমকলকর্মীরা দ্রুত মলের ভেতরে আটকাপড়াদের বের করেন আনেন। দোকানগুলো খোলা না থাকলেও সিনেমা হলগুলোতে সিনেমা প্রর্দশিত হচ্ছিলো।

দমকলের মোট ২১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ব্যবহার করা হয় হাইড্রলিক সিঁড়ি। ভেঙে ফেলা হয় শপিং মলের সামনের অংশের কিছু কাঁচ।
 
এরপরেই কর্তৃপক্ষের তরফে শপিং মলটি বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়।   এখন সবার প্রশ্ন, ফের কবে খুলবে সাউথ সিটি মল।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।