ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং পশ্চিমবঙ্গের আলাদা জেলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে কালিম্পং- ছবি: আসিফ আজিজ

কলকাতা: পশ্চিমবঙ্গের আলাদা জেলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে কালিম্পং। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন।

এর আগে এটি দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত ছিল।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে প্রথমে আলিপুরদুয়ারকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে।

সেসময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা দাঁড়ায় ২০টি। কালিম্পংকে জেলা হিসেবে ঘোষণা করায় পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা দাঁড়ালো ২১টি।

বাণিজ্যিক দিক থেকে কালিম্পং খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক শতাব্দী ধরে চীন ও তিব্বতের সঙ্গে ডুয়ার্সের তথা পশ্চিমবঙ্গের বাণিজ্য হয় কালিম্পং হয়েই। নতুন জেলা হিসেবে ঘোষণা হওয়ায় সমস্ত দিক থেকেই কালিম্পং সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে।

নতুন জেলা ঘোষণা উপলক্ষে বিভিন্ন ধরনের ফুলের সাজে সেজে উঠেছে কালিম্পং।

কালিম্পং জেলা ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া বইছে। তাদের অনেক দিনের দাবি পূরণ হওয়ায় আক্ষরিক অর্থে তারা খুশি।

অনেকেই মনে করছেন ভ্যালেন্টাইন ডে’র দিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালিম্পংবাসীর কাছে উপহার হিসেবে নতুন এ জেলার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভিএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।