ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে পুলিসের চাকরিতে যেতে নিষেধ করলো মাওবাদীরা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের যুবকদের রাজ্য পুলিশের চাকরির আবেদনপত্র জমা দিতে নিষেধ করল মাওবাদীরা।

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিরকাটার ভীমপুরে পাওয়া পোস্টারে এমনই হুমকি দিয়েছে মাওবাদী এবং জনসাধারণের কমিটি।



রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, সম্প্রতি জঙ্গলমহলের উন্নতির জন্য মুখ্যমস্ত্রী মমতা ব্যানার্জি যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা দিয়েছেন তা সমর্থনের ভিত নড়িয়ে দিয়েছে মাওবাদীদের। আর তাই তারা এই হুমকি দিয়েছে।

এদিকে, শনিবার মাওবাদীদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যস্থতাকারী নাগরিক আন্দোলনের নেতা সুজাত ভদ্র মহাকরণে বলেছেন, ‘মাওবাদীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা অস্ত্র পরিত্যাগ করে সরকারের সাথে শান্তি আলোচনায় রাজি। তবে তারা শর্ত দিয়েছেন- জঙ্গলমহলে যৌথবাহিনীর অভিযান বন্ধ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।