মন্ত্রী জানিয়েছেন, এরইমধ্যে বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আগামী দিনে তা আরও বাড়ানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গ থেকে শিগগিরই নেপাল ও ভুটানে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে। এর মধ্যেই কয়েকটি সরবরাহ স্টেশন নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটির কাজ চলছে।
পশ্চিমবঙ্গে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে কিছু পরিমাণে বাংলাদেশেও সরবরাহ করা হতো। মনে করা হচ্ছে আগামী দিনে বাংলাদেশসহ নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ সরবরাহের দিকে জোর দেবে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ভিএস/এএটি/জেডএস