ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ১৭ জুলাই হরতালের ডাক এসইউসিআই’র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুন ৩, ২০১৭
পশ্চিমবঙ্গে ১৭ জুলাই হরতালের ডাক এসইউসিআই’র

কলকাতা: শিক্ষাক্ষেত্রে অবক্ষয়ের প্রতিবাদে এবং প্রথম শ্রেণি থেকে পাস-ফেল প্রথা ফেরানোর দাবিতে পশ্চিমবঙ্গে আগামী ১৭ জুলাই হরতালের ডাক দিয়েছে ভারতের সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)।

গত মাসেও একই দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে ও বাইরে সরব হয়েছিল এসইউসিআই।

বিধানসভায় এসইউসিআই’র বিধায়করা জোরালোভাবে সমস্ত শ্রেণিতে পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার দাবি জানান।

একই দাবিতে বিধানসভা অভিযান করেন এসইউসিআই সমর্থকরা। যদিও পুলিশ এ অভিযান কড়াভাবে দমন করতে সক্ষম হয়েছিল।
তবে যেকোনো হরতালের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এর আগে ডাকা বিরোধীদের বেশ কয়েকটি হরতাল সেভাবে সফল হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুন ০৩,  ২০১৭
এসএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।