ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বার্ড-ফ্লু’র জন্য বাংলাদেশ সীমান্ত সীল করল রাজ্য সরকার

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

কলকাতা: রাজ্যের বার্ড-ফ্লু কবলিত এলাকার তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাকে সীল করল রাজ্য সরকার।

রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, এ বিষয়ে বিএসএফকে সর্তক করা হয়েছে।

বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যাতে কোনও পাখি ভারতে প্রবেশ না করতে পারে সেদিকে কড়া নজর রাখার জন্য।
 
রাজ্যের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী নুরে আলম চৌধুরী সন্ধ্যায় মহাকরণে বলেছেন, ‘বার্ড-ফ্লুর বিষয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থাগ্রহণ করতে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে অনুরোধ করা হবে। ’

এদিকে রাজ্য সরকারের প্রাণীসম্পদ মন্ত্রলণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৩ হাজার ৮শ ৯৭টি হাঁস ও মুরগী নিধন করা হয়েছে। নষ্ট করা হয়েছে ২২টি ডিম। সেই সঙ্গে ২শ ৫ কেজি পাখির খাদ্য নষ্ট করা হয়েছে।

ভারতীয় সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।