ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার ভাগ্য পরীক্ষা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১
মমতার ভাগ্য পরীক্ষা আজ

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর ও বসিরহাট উত্তর কেন্দ্রে উপনির্বাচন।

মুখ্যমন্ত্রী রূপে ও প্রথম মমতা ব্যানার্জি বিধানসভার ভোটে তার ভাগ্য পরীক্ষা করবেন রোববার।



রাজ্য বিধানসভার এই দুই কেন্দ্র কলকাতার ভবানীপুর এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তরের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত ভোটকর্মীরা  ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছে নির্দিষ্ট ভোট কেন্দ্রে।

শনিবার থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই বিধানসভা কেন্দ্র দু’টি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিধানসভায় বিধায়ক রূপে নির্বাচিত করতে ভবানীপুরের বিধায়ক সুব্রত বক্সী পদত্যাগ করায় এবং বসিরহাট কেন্দ্রের সিপিএম বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্র দু’টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত বিধানসভার নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী প্রায় ৫০ হাজার ভোটে জয়লাভ করেন। সেদিক থেকে তৃণমূল প্রার্থীর পাল্লা বেশ ভারি। যদিও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ বামফ্রন্টের একাধিক শীর্ষনেতা দলীয় প্রার্থী অধ্যাপিকা নন্দিনী মুখার্জির হয়ে প্রচারে অংশ নেন।

এই উপনির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভবানীপুরে কলকাতা পুলিশের পাশাপাশি ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে থাকছে ৩ থেকে ৪ জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্য।

এই কেন্দ্রের ২০১টি বুথের মধ্যে ৫৭টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩১টি বুথে মাইক্রো অবজারভার, ২১টি ডিজিটাল ক্যামেরা ও ৫টি বুথে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।