ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত রবি নাগ আর নেই

আগরতলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

আগরতলা: বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত রবি নাগ আর নেই। শনিবার রাতে আগরতলা জিবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।

তাঁর মৃত্যুর খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সরকার রাতেই হাসপাতালে ছুটে যান। শনিবার রাতেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

পন্ডিত রবি নাগ দীর্ঘদিন ঢাকা বেতারকেন্দ্রে গান গেয়েছেন। ভারত ও বাংলাদেশে তাঁর অসংখ্য গুণগ্রাহী ও শিষ্য রয়েছেন।

শিল্পী রবি নাগ শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি সব ধরণের গানেই ছিলেন সমান দক্ষ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।