ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেলের কাজ এ বছরই

তন্ময় চক্রবর্তী, আগরতলা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
আগরতলা-আখাউড়া রেলের কাজ এ বছরই

আগরতলা: চলতি বছরেই শুরু হচ্চে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ। এ জন্য কেন্দ্রীয় সরকার ২৭২ কোটি টাকা মঞ্জুর করেছে।

রোববার এ খবর জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কিরন গিত্যে।

আগরতলা থেকে আখাউড়া রেল স্টেশন এর দূরত্ত্ব ১৫ কিলমিটার। এর মধ্য ভারতের দিকে হবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের দিক থেকে হবে ১০ কিলোমিটার। ভারতের দিকে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা। বাংলাদেশের দিকে ব্যয় হবে ১৬৭ কোটি টাকা। এর মধ্য বাংলাদেশের দিকে জমি অধিগ্রহণ বাবদ ধরা হয়েছে ২১ কোটি টাকা। বাংলাদেশের দিকে রেল লাইন নির্মাণ এবং জমি অধিগ্রহণে টাকা দেবে ভারতের বিদেশ মন্ত্রক। প্রকল্পের শুরুতে হবে জমি চিহ্নিত করণের কাজ। এ বছর নভেম্বরেই জমি চিহ্নিত করার কাজ শুরুতে হবে বলে জানিয়েছেন জেলা শাসক কিরণ গিত্যে। দুদেশের যৌথ সমীক্ষক দল আগেই এই রেল রুট চূড়ান্ত করেছিল।

রেল যাবে আগরতলা রেলস্টেশন হয়ে সিদ্ধিআশ্রম, বাধারঘাট, নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের গাঙ্গাসাগর রেলস্টেশন। সেখান থেকে যাবে আখাউড়া রেল স্টেশন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।