ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার পশ্চিমবঙ্গে সিআইডির ওয়েবসাইটে পাক হ্যাকারদের হানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তরের মতো এবার পাক হ্যাকারের কারসাজিতে বিকল হয়ে গেছে রাজ্য গোয়েন্দা দপ্তরের (সিআইডি) ওয়েবসাইট।

আর ‘খানটাস্টিক’-এর সেই হুঁশিয়ারি যে নিছক কথার কথা ছিল না, রোববার তা হাতে-নাতে টের পাওয়া গেল।

হুমকি দেওয়ার তিনদিন পরই এবার পাক হ্যাকারদের কবলে পড়ল সিআইডির ওয়েবসাইট।

সিআইডি’র প্রধান কার্যালয় ভবানী ভবন-সূত্রের খবর, ব্যাপারটা নজরে আসে রোববার সকাল ন’টা নাগাদ, সিআইডি ওয়েবসাইটের ‘হোম পেজ’ খোলার সঙ্গে সঙ্গে।

দেখা যায়, হোম পেজে কোনও তথ্য নেই। কম্পিউটারের স্ক্রিনজুড়ে শুধু কালো রঙ। যার উপরে সাদা-লাল অক্ষরে লেখা ‘মুসলিম লিবারেশন আর্মি। ’

ওই নামেই হ্যাকাররা নিজেদের পরিচয় ঘোষণা করেছে বলে জানিয়েছেন সিআইডি-কর্তারা।
 
সিআইডির সাইটে পাক হ্যাকাররা লিখেছে, জম্মু-কাশ্মিরে সেনা-পুলিশ মিলেমিশে নারীদের নির্যাতন করছে। নিরাপরাধ লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। খুন হচ্ছে শিশুরা।

এসব বন্ধ না-হলে ‘ফল ভাল হবে না’ বলে হুমকি দিয়ে তারা জানিয়েছে, বার্তাটি যাতে জম্মু-কাশ্মির প্রশাসনের কাছে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই এ ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

গোয়েন্দা-কর্তারা দাবি করেছেন, যে কম্পিউটার-সংযোগ মারফত সিআইডি-র সাইট হ্যাক করা হয়েছে, তার ‘ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস’ যাচাই করে তারা এ ব্যাপারে নিঃসন্দেহ হয়েছেন।

সিআইডি-র ডিআইজি (অপারেশন্স) কে জয়রামন বলেন, ‘হ্যাকার-হানায় আমাদের ওয়েবসাইটের বড় কোনও ক্ষতি হয়নি। শুধু হোম পেজটা মুছে দেওয়া হয়েছিল। তা ঠিক করে নেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, গত চার মাসে দেশের ৭৯টি সরকারি দপ্তরের ওয়েবসাইট বিদেশি হ্যাকারদের কবলে পড়ল। এর অধিকাংশই কেন্দ্রীয় সরকারি (যেমন বিএসএনএল বা জুট কর্পোরেশন)।

এমনকি ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং), প্রতিরক্ষা মন্ত্রক বা সিবিআই’র মতো নিরাপত্তা সংস্থাগুলোও হ্যাকারদের কবলে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।