ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সমস্যার সমাধান করা হবে: প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১
সমস্যার সমাধান করা হবে: প্রণব মুখার্জি

নয়াদিল্লি: পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হুঁশিয়ারির পর মুখ খুললেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান করা হবে বলে জানালেন প্রণব মুখার্জি।



প্রণব মুখার্জি আরও বলেন, ‘তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আর এ বিষয়ে আমাকে একটু হলেও ব্যাখ্যা করতে হবে। কেন তেল বাজারজাতকরণ কোম্পানিগুলো তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিলো এবং কেনইবা আমাদের মূল্যবান অংশীদার তৃণমূল কংগ্রেস এমন হুঁশিয়ারি দিলো। আমি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁ‍ছে দিয়েছি।   তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে এবং আমি আশা করি সমস্যার সমাধান হবে। ’

তেলের মূল্য বাড়ায় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার বরাবর জোট ছাড়ার হুমিক দেন। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার কারণে এ বিষয়ে এখনি কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।

মমতা বলেন, ‘তেলের মূল্য বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার বা দিল্লির কিছুই হবে না। যা হবে সাধারণ জনগণের। আমরা জনগণের পাশে আছি। গত কয়েক মাসে বিভিন্ন জ্বালানি তেলের দাম এগার দফা বাড়ানো হয়েছে। ’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘আমরা কাউকে ব্লাকমেইল করতে চাই না। কিন্তু আমরা অনেক সহ্য করেছি। ’

যদিও প্রধানমন্ত্রী মনমোহন সিং পেট্রোলের মূল্য বাড়ার সমর্থন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।