আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় ‘অক্সিজেন জিম’ নামের একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত ব্যায়ামাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিধায়ক কল্যাণী রায়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত সূত্রধর, পুরো পরিষদের সিবেক চেয়ারম্যান নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দন রায় প্রমুখ।
অনুষ্ঠানে বিধায়ক কল্যাণী রায় বলেন, আমাদের শরীরই হচ্ছে সব কিছুর মূলে। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে এবং কাজ কর্মের গতি ও উৎসাহ পাওয়া যায়। তাই তিনি সবাইকে অক্সিজেন জিমে এসে নিয়মিত শরীরচর্চা করার জন্য আহ্বান জানান।
বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থায়নে এই জিম স্থাপন করা হয়েছে। এদিন জিমে হনুমানের পূজাও করা হয়। এই জিমের প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শরীর চর্চার শিক্ষক কিঙ্কর দেবনাথ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসসিএন/জেএইচটি