ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পৌর সংস্থাগুলির ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ত্রিপুরায় পৌর সংস্থাগুলির ভোটগ্রহণ চলছে ...

আগরতলা (ত্রিপুরা): আগরতলা পৌরনিগমসহ ত্রিপুরা রাজ্যের মোট ২০টি পৌর এবং নগর সংস্থার ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বুথে বুথে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে কেন্দ্রগুলিতে।

তবে রাজ্যের বিরোধী দলের অভিযোগ হচ্ছে বিভিন্ন পৌর এলাকায় বিরোধীদের এজেন্ট এবং কিছু কিছু ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

সকাল থেকেই অবজারভাররা বিভিন্ন ভোট কেন্দ্রে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সেইসঙ্গে পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছেন।

আগরতলার সদর মহকুমা পুলিশ কর্মকর্তা রমেশ যাদব জানান, ভোটকে ঘিরে কোনো ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।