ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

২০ হাজার মেট্রিক টন ধান কিনবে ত্রিপুরা সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
২০ হাজার মেট্রিক টন ধান কিনবে ত্রিপুরা সরকার

আগরতলা (ত্রিপুরা): অন্যান্য বছরের মতো এবারও রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনছে ত্রিপুরা সরকার।

চলতি মৌসুমে রাজ্য সরকার ২০ হাজার মেট্রিক টন ধান কিনবে বলে মঙ্গলবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি জানান, ২০ হাজার মেট্রিক টন ধান কিনতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪৫ কোটি ৪৮ লাখ রুপি। এতে প্রতি কেজি ধানের দাম পড়বে ১৯ রুপি ৪০ পয়সা।

বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। পরবর্তীতে এসব ধান মেশিনে প্রক্রিয়াজাত করে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় ন্যায্য মূল্যের দোকানে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।