ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মঙ্গলবার আগরতলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
মঙ্গলবার আগরতলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগরতলা (ত্রিপুরা): উপ-নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) আগরতলায় আসছেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একদিনের সফরে এসে তিনি ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৮ নম্বর টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন।

শনিবার (১১ জুন) আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান তৃণমূল কংগ্রেস দলের নেতা তথা ত্রিপুরা রাজ্যের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়।

সুরমা এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও আরো কয়েকজন দলের স্টার ক্যাম্পেইনার উপ-নির্বাচন উপলক্ষে রাজ্য প্রচারে আসবেন বলে জানিয়েছেন। আগামী দু’দিনের মধ্যে স্টার ক্যাম্পেইন আপডেট তালিকা সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হবে।

উপ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল সন্ত্রাস করছে বলে অভিযোগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিধানসভা এলাকায় তাদের দলের কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসী কার্যকলাপ চলছে। এদিকে নির্বাচন কমিশন ভোটের দিনে প্রতিটি বুথে সিসি ক্যামেরা লাগানোর কথা ঘোষণা করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন বাস্তবে তা কতটুকু কার্যকরী হয় সেদিকে তারা নজর রাখছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।