ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ৫ দফা দাবিতে সাফাই কর্মীদের ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
আগরতলায় ৫ দফা দাবিতে সাফাই কর্মীদের ডেপুটেশন

আগরতলা (ত্রিপুরা): ৫ দফা দাবিতে বুধবার (১০ আগস্ট) আগরতলা পৌর নিগমে ডেপুটেশন দিল আগরতলা পুর নিগম সাফাই কর্মচারী সংঘ।

এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারে এলাকার পৌর নিগমের প্রধান কার্যালয়ে গিয়ে মেয়র দীপক মজুমদারের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আগরতলা পুর নিগম সাফাই কর্মচারী সংঘর সভাপতি রূপক দেব।

তাদের দাবিগুলি হল- আগরতলা পৌর নিগমে কর্মরত সব সাফাই কর্মীসহ অফিসের সব অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে, সাফাই কর্মীদের বেতন ন্যূনতম কুড়ি হাজার রুপি করতে হবে, সাফাই কর্মীদের মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং একজন সদস্যকে চাকরি দিতে হবে, যোগ্যতা অনুসারে সাফাই কর্মীদের অফিসের অন্যান্য পদে চাকরি প্রদান, কাজ করার সময় সাফাই কর্মীরা যদি আহত হলে চিকিৎসার ব্যবস্থা।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।