ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই

ঢাকা: বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পালন করে থাকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। এরই ধারাবাহিকতায় চলতি বছরও দেশের শীতপ্রবণ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ নভেম্বর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারাদেশে শীতবস্ত্র বিতরণের এ সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। বিতরণের সময় উত্তরাঞ্চলের জেলাগুলোকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, দেশে শীতবস্ত্র বিতরণে জেলা চেম্বারের পাশাপাশি এবার বেশকিছু অ্যাসোসিয়েশনকেও সংযুক্ত করা হবে।  

শীতবস্ত্র বিতরণের পরিমাণ বাড়াতে সহায়তা করতে এফবিসিসিআই পরিচালকদের পাশাপাশি পোশাক সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, এফবিসিসিআই হয়তো দেশের সব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারবে না, সেই সক্ষমতা নেই সংগঠনের। তবে জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দেশের অন্য ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। ধীরে ধীরে সব ব্যবসায়ী এগিয়ে আসবেন এ ধরনের সামাজিক কার্যক্রমে।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অতি দরিদ্রদের মাঝে স্বল্প পরিসরে নগদ অর্থ, সেলাই মেশিন ও রিকশা সরবরাহেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মেদ বজলুর রহমান। এজন্য ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন তিনি।  

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. আবুল খায়ের মোরসেলিন। প্রতিবছর সারাদেশে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করায় এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শীতবস্ত্র বিতরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তার আহ্বান জানান বক্তারা।

এফবিসিসিআইর পরিচালক এমজিআর নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, হাফেজ হারুন, আবু মোতালেব, ইকবাল শাহরিয়ার, শাহীন আহমেদ, মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, কমিটির কো-চেয়ারম্যান আজিজুল হক, ইয়াকুব হোসেন মালিক, মো. আবদুল ওয়াদুদসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০২২
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।