ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার টিসিবির পণ্য বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বুধবার টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। সেলক্ষ্যে ডিসেম্বর মাসের বিক্রয় কার্যক্রম বুধবার (১৪ ডিসেম্বর) থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। সেলক্ষ্যে ডিসেম্বর মাসের বিক্রয় কার্যক্রম বুধবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে। এই বিক্রয় কার্যক্রম ডিলারগণের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।  

ভোক্তারা ১ কেজি ৬০ টাকা, মসুর ডাল ১ কেজি ৭০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।