ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি বছরে প্রথম সবুজ স্বীকৃতি পেল আমানত শাহ ফেব্রিকস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
চলতি বছরে প্রথম সবুজ স্বীকৃতি পেল আমানত শাহ ফেব্রিকস 

ঢাকা: চলতি বছরে প্রথম লিড সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) স্বীকৃতি পেয়েছে আমানত শাহ ফেব্রিকস লিমিটেড। কারখানাটি নরসিংদীর ভাটপাড়া এলাকায় অবস্থিত।

৬৮ পয়েন্ট পেয়ে গোল্ড ক্যাটাগরিতে সবুজ স্বীকৃতি পেয়েছে কারখানাটি। এর মধ্য দিয়ে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪টি। এর মধ্যে প্লাটিনাম ৬০টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি, শুধু সবুজ স্বীকৃতি ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৪টি কারখানা।

এ বিষয়ে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, নতুন বছরে প্রথম কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমানত শাহ ফেব্রিকস। এটি আনন্দের৷ আমরা আশা করছি, বিগত সময়ে যেভাবে আমরা সর্বোচ্চ সংখ্যক গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি পেয়েছি, নতুন বছরে আমরা সেই রেকর্ড ভাঙতে পারব।

তিনি বলেন, এই সময়ে বিশ্বজুড়ে যেমন অর্থনৈতিক অবস্থা, এই অবস্থায় আমাদের আসলে নতুন আঙ্গিকে কিছু বায়ারদের কাছে উপস্থাপন করতে হবে অথবা আমাদের এমন কিছু অর্জন করতে হবে, যার কারণে ভালো করতে পারি। ব্যয় বেড়ে গেছে, গ্যাসের দাম বেশি ক্রয়াদেশ কমছে এ অবস্থায় ভিন্ন কিছু না করতে পারলে টিকে থাকা কঠিন হবে৷ 

সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতিতেও দেশের পোশাক তৈরির প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে বলেও আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।