ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

ঢাকা: চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-মার্চ নয় মাসে ২৪ হাজার ১২২ কোটি ৫৩ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ।

যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। গত বছর একই সময়ে বিতরণ হয়েছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ।  

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য অনুযায়ী, নয় মাসে বিতরণকৃত কৃষি ঋণে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ২৬ কোটি টাকা। যা সরকারি ব্যাংকগুলোর মোট লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭৫৮ কোটি টাকার ৮৫ দশমিক ২৭ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১৪ হাজার ৯৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণে বেসরকারি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছ ১৯ হাজার ১৫৩ কোটি টাকা।
 
কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো এগিয়ে আছে। এসব ব্যাংকের জুলাই-মার্চ ৯ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিতরণে পিছিয়ে রয়েছে বেসরকারি ব্যাংকগুলো।

এই সময়ে কৃষিঋণ বিতরণে সব চেয়ে ভালো করেছে দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলো।  
বিদেশি ব্যাংকগুলো পুরো বছরে লক্ষ্যমাত্রার ৮ শতাংশ অতিরিক্ত কৃষি ঋণ বিতরণ  করেছে এই নয় মাসে। বিদেশি ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ ৮৩২ কোটি ৩২ লাখ টাকা। চলতি অর্থবছরে বিদেশি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।  

বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করা পুরো ঋণ কৃষিঋণ। এভাবে কৃষি ঋণের মোট লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।  

কৃষি ঋণের কৌশলগত লক্ষ্যমাত্রা অতিক্রম করলেও একক ব্যাংক হিসাবে ১০ ব্যাংক লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াশও বিতরণ করতে পারেনি।  

কৃষিঋণ বিতরণে পিছিয়ে থাকা ব্যাংকগুলো হলো, সরকারি বেসিক ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মধুমতি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও কমিউনিটি ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩ 
জেডএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।