এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, অনেক ধন্যবাদ এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন সাহেবকে। আপা অনেক দিন পর আপনার সামনে বক্তব্য দিচ্ছি।
আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা একটা স্বপ্ন দেখাব। এতদিন (গত ১৫ বছর) ধরে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের ইমপ্লিমেন্টেশন দেখেছি। আজ আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা স্বপ্ন দেখাব। সেই স্বপ্নটা কী আপনারা জানেন আমি গাড়িঘোড়া এগুলো নিয়ে ব্যবসাট্যাবসা করি। আমাদের যে স্বপ্ন। আমার মনে হয় বাংলাদেশের সবারই স্বপ্ন। আমরা তেল ছাড়া, ডিজেল ছাড়া, পেট্রল ছাড়া গাড়ি চালাতে চাই এবং যেই গাড়িটা আমরা মেড ইন বাংলাদেশ চাই। এবং যেই গাড়ি আগামীতে স্মার্ট বাংলাদেশের সঙ্গে ডিজিটালি কানেকটেড হবে।
এমন গাড়ি হবে ড্রাইভারই লাগবে না। নিজে নিজে যাবে। চলো গণভবন। নিয়ে যাবে গণভবন। এরকম গাড়ি চাই। এই স্বপ্ন এই ফোরাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে উপহার দিলাম। উনি স্বপ্ন দেখতে চান, স্বপ্ন শুনতে চান। এই স্বপ্ন উনি ওনার বক্তৃতার মধ্যে বলবেন। কীভাবে আমাদের স্মার্ট বাংলাদেশে আমরা ইলেকট্রিক টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার, বাস, ট্রাক পাব। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসআইএস