ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিলাসবহুল ৪৯৮টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিলাসবহুল ৪৯৮টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

বাগেরহাট:  ৪৯৮টি বিলাসবহুল জাপানি গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার'।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়  বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

দুপুরের পর আমদানিকৃত এসব গাড়ির খালাস কাজ শুরু হয়েছে।  

এর আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে জাপানি ব্রান্ডের এসব গাড়ি নিয়ে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এন ওয়াই কে’র কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরে আমদানিকৃত ৪৯৮টি গাড়ির খালাস দুপুরে শুরু হয়েছে। এসব গাড়ি খালাস হওয়ার পর ২৭ সেপ্টেম্বর জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।