চুয়াডাঙ্গা: ঈদুল ফিতর উপলক্ষে নয় দিনের ছুটিতে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে মালামাল আমদানি-রপ্তানি হবে না।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ঈদুল ফিতর পালন উপলক্ষে দেশে প্রায় সপ্তাহখানেক সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায় আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এজন্য বাংলাদেশ রেলওয়ের নির্দেশে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ভারত থেকে কোন পণ্য আমদানি হবে না। টানা নয় দিন পুরোপুরি বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ রমজান আলি জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটি কার্যকর হবে না।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এএটি