বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ‘ফিকশন’ পাওয়া গেছে। তিনি বলেন, একটি ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, তাদের খেলাপি ঋণ ৪ শতাংশ, কিন্তু অডিট করে ওই ব্যাংকের খেলাপি পেয়েছি ৯৬ শতাংশ।
বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অডিট অ্যান্ড একাউন্টিং সামিটে এসব কথা বলেন তিনি।
ড. মনসুর বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীর বিশ্বাস অর্জন করতে গেলে অডিট রিপোর্টে স্বচ্ছতা ও সঠিক তথ্য দিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এটার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সঙ্গে বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বর্তমানে আমি যদি তাদের অডিট রিপোর্ট দিয়ে বিচার করি, তাহলে স্বচ্ছ অডিটর পাওয়া যাবে না।
তিনি বলেন, গত শাসনামলে ব্যাংক খাতে একের পর এক আর্থিক অনিয়ম হয়েছে। আর্থিক কেলেঙ্কারির তথ্য লুকানোর জন্য বাংলাদেশ ব্যাংক কয়েকটি শীর্ষ অডিট ফার্মকে চিহ্নিত করেছে। এটা প্রশংসার দাবিদার, তবে তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমাণ পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
জেডএ/এমজেএফ