ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা শুরু

ঠাকুরগাঁও: দেশের উন্নয়নে নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও ঘোষপাড়া উপ-কর কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



ঠাকুরগাঁও কর অঞ্চল সার্কেল-১৯ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে রংপুর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশী, চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন, মাহমুদ হাসান রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রম‍ুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মেলায় বিভিন্ন সংগঠনের ১০টি স্টল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।