ঢাকা, মঙ্গলবার, ১৩ কার্তিক ১৪৩১, ২৯ অক্টোবর ২০২৪, ২৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর নিয়ে এবার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আয়কর নিয়ে এবার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়কর বিষয়ে সচেতনতা বাড়াতে সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপের পর এবার মিডিয়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সভায় ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদকরা উপস্থিত থাকবেন।



জাতীয় আয়কর মেলার ষষ্ঠ দিন সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
 
সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করবেন।
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বলেও এনবিআর সূত্র জানিয়েছে।
 
এর আগে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) প্রথমবারের মতো মেলায় সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপের আয়োজন করে এনবিআর।
 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এ মেলা শেষ হবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।