ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জে আয়কর মেলা সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
গোপালগঞ্জে আয়কর মেলা সমাপ্ত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলা-২০১৫ সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ব্যাংকপাড়া অফিসে অতিরিক্ত কর কমিশনার এ কে এম মজিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।



এ কে এম মজিবুর রহমান জানান, গোপালগঞ্জ জেলায় মোট ৫ হাজার মানুষ আয়কর প্রদানের আওতায় এসেছেন। গত অর্থ বছর আয়কর দাতার সংখ্যা ছিল সাড়ে ৩ হাজার। এ বছর আয়কর মেলায় ৪২৮ জন করদাতা ১০ লাখ ৫৫ হাজার ৪১৩ টাকা কর দিয়েছেন। গত অর্থ বছর আয়কর মেলায় আদায় হয়েছিল ৪ লাখ ৩৪ হাজার টাকা।

এ বছর জেলায় সেরা করদাতা হয়েছেন কামরুজ্জামান সিকদার, মো. আবু মোরশালিন ও জিএম সিজার।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।