ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই প্রতিনিধিদল

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই প্রতিনিধিদল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাচ্ছে এফবিসিসিআই এর ১০৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমদ।


 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে প্রতিনিধিদলটি।
 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবেই রওনা উচ্চ পর্যায়ের এই ব্যবসায়ী প্রতিনিধিদলটি।  

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ছাড়াও ২৫ সেপ্টেম্বর ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্স  ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে আয়োজিত ‘বিজনেস কাউন্সিল ফল ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) Ges বিজনেস সামিটের দুটি গুরুত্বপূর্ণ সভায়  অংশ নেবেন।

প্রতিনিধি দলে আছেন- এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের পরিচালক  মো. আমিনুল হক (শামীম), হারুন-উর-রশিদ, মো. হাবিব উল্যাহ ডন,  কে এম আখতারুজ্জামান, মো. মুনতাকিম আশরাফ, নাগিবুল ইসলাম দিপু, এস এম জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভেজ খান (ইমরান), মোহাম্মদ বজলুর রহমান, রোটারিয়ান মো. আবুল আয়েছ খান, মো. আনোয়ার সাদাত সরকার, খন্দকার রুহুল আমীন, মো. আমিন হেলালী,  মো. মাসুদ, বেনজীর আহমেদ, নাজ ফারহানা আহমেদ, এস এম আমজাদ হোসেন, শামীম আহমেদ (রাসেল), মুহাম্মদ সামস-উজ-জোহা, বিজিএমইএ-এর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ-এর বর্তমান সভাপতি মো. সিদ্দীকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক  গোলাম দস্তগীর গাজী, সিরাজুল ইসলাম মোল্লা, কামরুল আশরাফ খান পোটল, জাফর ইকবাল সিদ্দিকী, মো. মিসবা উদ্দিন সিরাজ, মো. আব্দুল মান্নান টিটু,  মজ্জা নুরুল গনী শোভন, মো. শাহাজাহান মিয়া, মোহাম্মদ আবুল বাসার, মো. কামাল হুসাইন, মো. রুহুল আমিন, মো. মোশারফ হোসাইন, মো. বাবুল আক্তার, শোবের কুমার শাহা, আলমগীর সিকদার লোটন, স্বর্ণলতা রায়, মাহমুদা মুসতাকিনমা রুবী, মুসহিরুল রহমান মোহারাজ, মো. ফজলু হক জুয়েল, মো. মুজুর রহমান পেদার, নাসির উদ্দীন আহমেদ চৌধুরী, সজিব রঞ্জন দাশ, মো. মাহফুজ রহমান খান, মো. গিয়াস উদ্দীন, রিয়াজ-বিন-মোহাম্মদ, মো. ইকরামুল হক নাবিন, মো. কাউসারজ্জামান, শেখ আতিউর রহমান দিপু, সেলিম সিকদার, এম এম এনামুল হক, এম এস সেকিল চৌধুরী, ডা. কাজী ইতেয়িয়াজ হোসাইন, মো. জাকির আহমেদ বিশ্বাস,  মো. মনিরুল ইসলাম, সৈয়দ চৌধুরী (সামাত), মো. ওমর গনী তালুকদার, মো. মাসুদ কাদের মোনা, আফতাব আহমেদ, মল পোদ্দার প্রমুখ।               

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।