ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক ও টিভিএস’র ‘মোটরসাইকেল ঋণ’ চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ব্র্যাক ব্যাংক ও টিভিএস’র ‘মোটরসাইকেল ঋণ’ চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো ‘মোটরসাইকেল ঋণ’ অর্থায়নের জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড একটি সমঝোতা চুক্তি সই করেছে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই করে দুই প্রতিষ্ঠান।



এ সমঝোতা চুক্তির মাধ্যমে এখন থেকে টিভিএস অটো বাংলাদেশের গ্রাহকরা টিভিএস মোটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের মোটরসাইকেল ঋণের বিশেষ সুবিধা পাবেন।

একই সঙ্গে টিভিএস অটো বাংলাদেশ তাদের ব্র্যান্ডেড মোটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তাদের বিশেষ সুবিধা প্রদান করবে।

ব্র্যাক ব্যাংক লিমিটেড’র রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং টিভিএস অটো বাংলাদেশের হেড অব বিজনেস (টু হুইলার) বিপ্লব কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বুধবার (১১ নভেম্বর) ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।