ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারে ৪ ব্যাংকের সঙ্গে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারে ৪ ব্যাংকের সঙ্গে চুক্তি ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’র আওতায় চারটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।



বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, ওয়ান ব্যাংকের এমডি এম ফকরুল আলম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি হাবিবুর রহমান ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হাসেম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।   

বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল পরিচালনার জন্য নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হওয়ায় প্রথম পর্যায়ে এই চারটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। আরও তিনটি ব্যাংকের আবেদন প্রক্রিয়াধীন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এসময় তিনি বলেন, বিশ্ব ব্যাংকের দীর্ঘমেয়াদী অর্থায়ন বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিনিয়োগের খড়া থেকে রক্ষা পাবে দেশ।

গর্ভনর বলেন, উৎপাদনশীল ও সম্ভাবনাময় খাতে এই অর্থ বিনিয়োগ করা হলে বিশ্ব প্রতিযোগিতায় টিকতে পারবে বাংলাদেশ। পরিবেশ ও সামাজিক ক্ষতিকর প্রকল্পে অর্থায়ন না করারও আহবান জানিয়েছেন গর্ভনর।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও স্টিয়ারিং কমিটির প্রকল্প পরিচালক আহসান উল্লাহ বলেন, প্রকল্পের ৩শ মিলিয়ন ডলারের ৮৪ শতাংশ দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করতে হবে।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সিতাংশু কুমার সুর চৌধুরী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবসহ বিশ্বব্যাংকের কমকর্তারাও উপস্থিত ছিলেন।

উৎপাদনশীল খাতে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসা সম্প্রসারণ, আধুনিকায়ন, নতুন কারখানা স্থাপন, উন্নত কারিগরি মানসম্পন্ন যন্ত্রপাতি আমদানি করতে এই তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।