ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং মেলা

মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়

রহমত উল্যাহ ও শাহেদ ইরশাদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায় ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাংকিং মেলা থেকে: ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় আধাঘণ্টায় যেকোনো জায়গা থেকে যেকোনো পরিমাণ টাকা উত্তোলনের নিশ্চয়তা দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)।
 
আরটিজিএস ট্রানজেকশন (রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট) ব্যবহার করে নতুন প্রজন্মের এ ব্যাংক থেকে যেকোনো গ্রাহক এ সুবিধা নিতে পারবেন।


 
বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের সর্বপ্রথম এ সুবিধা দিচ্ছেন বলে বাংলানিউজকে জানান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাদেক আলী।
 
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হওয়া ‘ব্যাংকিং মেলা বাংলাদেশ-২০১৫’ এ ব্যাংকটির স্টলে তিনি এ তথ্য জানান।
 
দেশের ব্যাংকগুলোর ঋণ ও আমানত স্কিমসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী (২৪-২৮ নভেম্বর) এ মেলার আয়োজন করে।
 
সাদেক বলেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরটিজিএস ট্রানজেকশন সর্বপ্রথম এমডিবি নিয়ে এসেছে।
 
আগে বিএফটিএফ ট্রানজেকশনে একদিন পর টাকা পাওয়া যেতো। আমদের আরটিজিএস’র মাধ্যমে মাত্র আধা ঘণ্টায় যেকোনো ব্যাংক থেকে গ্রাহক টাকা পাবেন, যোগ করেন তিনি।
 
তিনি বলেন, এর আগে গ্রাহককে ব্যাংকে গিয়ে আবেদন করতে হতো। তারপর প্রসেসিং। আরটিজিএস’র মাধ্যমে গ্রাহক নিজেই ট্রানজেকশন করতে পারবেন। এ সেবায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
 
এছাড়া এমডিবি’র ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় ব্যালেন্স চেক, ব্যালেন্স হিস্টরি, ব্যালেন্স ট্রান্সফার, বিইএফটিএন, চেক বুক রেজিস্ট্রেশন, মোবাইল টপ-আপ ও ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারবেন।
 
দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) থার্ড জেন্ডার, সামাজিক ও শারীরিক প্রতিবন্ধী ও রাখাইনদের ঋণ (এমডিবি এনজিও লিঙ্ক) দিয়েছে।
 
একটি এনজিওর মাধ্যমে এ ঋণ দেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের অফিসার (এসএমই ব্যাংকিং ডিভিশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
 
তিনি বলেন, মাত্র ৭ শতাংশ সুদে ১০১ জনকে এক কোটি ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। টেস্ট কেসে ব্যাপক সাড়া পড়েছে। শিগগিরই পুরো বাংলাদেশে এ ঋণ ছড়িয়ে দেওয়া হবে।
 
জাহিদুল বলেন, থার্ড জেন্ডারদের কেউ ঋণ দিতে চায় না। তারা এভাবে বেঁচে থাকতে চায় না। এ ঋণ দেওয়ার পর এ শ্রেণির তিনজন স্বাবলম্বী হয়েছেন।
 
এমডিবি সর্বপ্রথম ‘এমডিবি গ্রিন লোন’র আওতায় ইটভাটাকে ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে জাহিদুল বলেন, এ ঋণ শহর ও গ্রামে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
 
তিনি বলেন, পরিবেশবান্ধব (জিকজাক) ইটভাটা করতে, নতুন ইটভাটা করতে এ ঋণ দেওয়া হয়। ব্যতিক্রমী এ ঋণ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
 
এছাড়া সোলার সিস্টেম, ওয়াটার পাম্প, বায়োগ্যাস প্ল্যান্ট, ইটিপি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্রিক ক্লিনসসহ বেশ কয়েকটি পরিবেশবান্ধব পণ্যে এ ঋণ সাড়া ফেলেছে।
 
৯ শতাংশ ইন্টারেস্টে ১০ বছর মেয়াদে সর্বোচ্চ ২০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। ১০ লাখ টাকা পর্যন্ত আনসিকিউর। কয়েকটি জেলায় এ ঋণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো বাংলাদেশে দেওয়া হবে বলে জানান জাহিদ।
 
‘এমডিবি কৃষি লোন’ সম্পর্কে তিনি বলেন, প্রান্তিক চাষিদের (মসুর ডাল, সোলা, পেঁয়াজসহ অন্যান্য) ৪ শতাংশ সুদে এ ঋণ দেয়, যা অন্য কোনো ব্যাংক দেয় না।
 
তিনি বলেন, কৃষিক্ষেত্রে ৯-১১ শতাংশ ইন্টারেস্টেও ঋণ দেওয়া হয়। সরাসরি বা এনজিও লিঙ্কের মাধ্যমেও এ ঋণ দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় একশ’ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গেছে। আস্থা অর্জন করায় কৃষকদের কাছে এ ঋণের চাহিদা বাড়ছে।
 
মেলায় সাড়া পাওয়া বিষয়ে ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার রাশেদ-উন-নবী বলেন, ব্যাপক সাড়া। মঙ্গলবার প্রায় ৫শ’ ভিজিট করেছেন।
 
তিনি বলেন, গ্রাহকরা এমডিবি’র ফোকাস ও গোছালো ডিপোজিট, লোন, নারী, কৃষি ও আইটি প্রোডাক্ট সম্পর্কে বেশি জানতে এসেছেন। সাড়াও দিয়েছেন।
 
তরুণ উদ্যোক্তারা বেশি আসছেন। কারণ এ যুগের ব্যাংক হিসেবে এমডিবি’র মতো এতো বেশি সুবিধা সম্বলিত প্রোডাক্ট অন্য ব্যাংকের কমই আছে, যোগ করেন তিনি।
 
আধুনিক চতুর্থ প্রজন্মের এ ব্যাংকের এমডিবি কৃষি, নারী উদ্যোগ ও গ্রিন লোন বিশেষ প্রোডাক্ট ও এ তিনটি প্রোডাক্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে গেছে।
 
সমাজের সব মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এমডিবি সুপার সেভার, কলেজ সেভার, স্কুল সেভার, প্রবাসী সেভিং, গিফট চেক নামে পাঁচটি ডিপোজিট নিয়ে এসেছে।
 
দেশজুড়ে এ ব্যাংকের ১৫টি আধুনিক প্রযুক্তি ও এটিএম সমৃদ্ধ শাখা রয়েছে। শিগগিরই এজেন্ট ব্যাংকিং শুরু করবে এমডিবি।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরইউ/এসই/জেডএস

** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।