ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক-ব্যাংক আল জাজিরা রেমিট্যান্স চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইসলামী ব্যাংক-ব্যাংক আল জাজিরা রেমিট্যান্স চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ব্যাংক আল জাজিরা, সৌদি আরবের মধ্যে রেমিট্যান্স চুক্তি সই হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুস সাদেক ভুইয়া ও ব্যাংক আল জাজিরার হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সৈয়দ আহমেদ জিয়াউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।



ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি সই হয়।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে সৌদি প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরও সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।