ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ঢাকার বাইরে সরিয়ে নেয়া হবে সব প্লাস্টিক কারখানা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক কারখানাগুলোকে মুন্সিগঞ্জে সরিয়ে নেয়া হবে।

এসব শিল্প ঢাকায় থাকলে রাজধানী নোংরা হবে।

মঙ্গলবার (ডিসেম্বর ১) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, যেখানেই প্লাস্টিক, সেখানেই অপরিষ্কার। আমরা কারখানা মালিকদের সাথে বসবো। কিছু শিল্প স্থানান্তর হলে অন্যরাও উদ্বুদ্ধ হবেন।

মন্ত্রী বলেন, দেশে দুই লাখ ৫০ হাজার নার্স প্রয়োজন, কিন্তু এখন কর্মরত আছেন মাত্র ২৫ হাজার। তাই নারীদের পাশাপাশি পুরুষদের এ পেশায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।