ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ গুণ দ্রুত গতিতে এগোচ্ছে ওয়ালটন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
১০ গুণ দ্রুত গতিতে এগোচ্ছে ওয়ালটন ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী এক বছরের মধ্যে প্রযুক্তি পণ্যে মাইলফলক স্থাপন করবে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বাজার সম্প্রসারণে বিশ্বের শীর্ষস্থানীয় অন্য ব্র্যান্ডের তুলনায় ১০ গুণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এ ব্র্যান্ড।

আগামীতে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পণ্য দিতে পারবে ওয়ালটন।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০১৫-এ উপস্থিত অতিথিরা এ কথা বলেন।

ওয়ালটন কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কনফারেন্সে সারাদেশ থেকে শীর্ষস্থানীয় ৬৬৪ জন পরিবেশক অংশ নেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক (এইচআরএম) এসএম জাহিদ হাসান, নজরুল ইসলাম সরকার (ফরেন ট্রেড মনিটরিং), মো. হুমায়ুন কবীর (পিআর অ্যান্ড মিডিয়া), আশরাফুল আম্বিয়া (সোর্সিং ইঞ্জিনিয়ারিং), তোফাজ্জ্বল হোসেন  (জেনারেল অ্যাফেয়ার্স), উপদেষ্টা মেজর জেনারেল (অব.) একেএম মুজাহিদ প্রমুখ।

কনফারেন্সে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম বলেন, প্রযুক্তিপণ্যে ওয়ালটন তার পণ্যসম্ভার আরো সমৃদ্ধ করতে যাচ্ছে। এজন্য নতুন নতুন কারখানা স্থাপন, গবেষণা এবং পণ্যমান উন্নয়নের কাজ চলছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, ওয়ালটন চতুর্থ প্রজন্মের কম্প্রেসার কারখানা স্থাপন করছে। প্রযুক্তি পণ্যের ব্যাসিক ও ম্যাটেরিয়ালস উৎপাদন করতে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অন্যদের চেয়ে অনেক বেশি গতিতে বাজার সম্প্রসারণ করতে যাচ্ছে ওয়ালটন।

তিনি বলেন, ভবিষ্যতে ওয়ালটন বিক্রয়কেন্দ্রগুলো থেকে দেওয়া হবে ওয়ানস্টপ সার্ভিস। একই আউটলেটে মিলবে প্রায় সব ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য। অল্প সময়ের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক দেশে ওয়ালটন পণ্য রপ্তানি করতে যাচ্ছে বলেও জানান তিনি।

এবারের কনফারেন্সে ওয়ালটন কর্তৃপক্ষ সেরা ২০টি প্রতিষ্ঠানকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করে।

প্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহীর শিমুল এন্টারপ্রাইজ, ভেড়ামারার সানরাইজ এন্টারপ্রাইজ, খাগড়াছড়ি রামগড়ের শোমা ইলেকট্রনিক্স, ব্রাহ্মণবাড়িয়ার মাইসা এন্টারপ্রাইজ, আশুলিয়ার এমআর ইলেকট্রনিক্স, কালিয়াকৈরের রাকিব এন্টারপ্রাইজ, ময়মনসিংহ ফুলবাড়িয়ার মুস্তফা এন্টারপ্রাইজ, বরিশাল সিঅ্যান্ডবি রোডের এসডিএল ইলেকট্রনিক্স প্লাজা, কামরাঙ্গীচরের স্বর্ণা ইলেকট্রনিক্স, নরসিংদীর টিএস ইলেকট্রনিক্স, শ্যামপুরের ইলেক্ট্রো ভিশন, নারায়ণগঞ্জের ইলেক্ট্রো হাট, নবাবগঞ্জের একতা এন্টারপ্রাইজ, মধুপুরের রফিক এন্টারপ্রাইজ, পাঁচবিবির নাহিদ এন্টারপ্রাইজ, উত্তরার হোম ইলেকট্রনিক্স, গোপালগঞ্জ মকসুদপুরের আরআর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, কক্সবাজারের জাহেদা ইলেকট্রনিক্স, নোয়াখালী ফরিদগঞ্জের মীম ইলেকট্রনিক্স এবং চিটাগাং জুবিলী রোডের নিউ বিসমিল্লাহ ইলেকট্রনিক্স।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।