ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ধামরাইয়ে সাড়ে ১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ধামরাইয়ে সাড়ে ১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে ধামরাইর বান্নাখোলা বাজার, আমতলা, ইপিজেড, সোমবাগ রাজাপুর এলাকায় তিনটি রাস্তা ও একটি ব্রিজ উদ্ধোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক।



রাস্তা ও ব্রিজ উদ্বোধন শেষে পৃথক স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় এমপি এম এ মালেক বলেন- আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে গেছে। এখন থেকে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের যে কোনো স্থানে নাশকতা করতে দেখলে তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর নিদের্শ দেন দলীয় নেতাকর্মীদের।  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।