ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাকাব ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে জোনাল ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন সভা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে মহানগরীর পার্টি পয়েন্ট কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ। সভায় প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর  ড. এম. শাহ্ নওয়াজ আলি।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আব্দুল খালেক খান, প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক আবুল কাসেম, পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিন মিয়া এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবদুল লতিফ।  

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মহব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম।

এছাড়া রাকাব প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ, জোনাল নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মূখ্য কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, রাকাব অফিসার্স অ্যসোসিয়েশান কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি তার বক্তৃতাকালে ব্যাংকের সকল জোনের ডিসেম্বর (২০১৫) ভিত্তিক অর্ধ-বার্ষিক আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, সম্ভাব্য শ্রেণিকৃত ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায়, লাভ-লোকসান অবস্থা ইত্যাদি পর্যালোচনা করেন।

এ সময় তিনি চলতি ২০১৫-১৬ অর্থবছরে ধার্যকৃত সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের মাধ্যমে বিগত বছরের মতো লাভের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে রাকাবকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সকল জোনাল ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এসএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।