ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহরিয়ার আলমের সঙ্গে প্রবাসী ব্যবসায়ীদের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
শাহরিয়ার আলমের সঙ্গে প্রবাসী ব্যবসায়ীদের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বুধবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্রের কথা জানতে চান।



প্রতিমন্ত্রী তথ্য-প্রযুক্তি, ক্যাটারিং শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণসহ অন্যান্য শিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তাদের জানান।
 
দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়ে পুঁজি বিনিয়োগে ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই লাভজনক হবে বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

মসলাসহ অপ্রচলিত বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে বিনিয়োগ ও এসবের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রফতানির ব্যাপারেও পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে এসে বা বিদেশে অবস্থান করে এ দেশে বিনিয়োগ বা ব্যবসা করার জন্য সবচে বড় ব্যাপার হলো মনের ভয় দূর করা। সাহস করে ব্যবসা শুরু করতে হবে।

শাহরিয়ার আলম বলেন, আজকাল ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের স্পটে থাকার দরকার পড়ে না। বরং এ দেশে ব্যবসা পরিচালনা করার মতো অনেক দক্ষ পেশাজীবী বা ব্যবস্থাপক রয়েছেন যারা মালিকের অনুপস্থিতিতেও খুব লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এ ক্ষেত্রে ব্যবসা পরিচালনার জন্য ‘ম্যানেজমেন্ট অডিট’ হলো একটি স্মার্ট উপায়।

সভায় বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নানা সমস্যার কথা ও এর সমাধানের ব্যাপারে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা তাদের এবারের বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রাহমান, নাজিনুর রহিম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, সেলিম আহমেদ সিদ্দিক, নিলা ফারজানা হোসেন, করিম মিয়া, ব্যারিস্টার মোহাম্মদ মজিবুল হক, ফরিদ নবির, সৈয়দ জুবায়ের আহমেদ, মোহাম্মদ রইস মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ শাখার মহাপরিচালক রুহুল আলম সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জেপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।