ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে স্টারউড একীভূত, ওয়েস্টিনে উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে স্টারউড একীভূত, ওয়েস্টিনে উদযাপন

ঢাকা: বিশ্ব নন্দিত আমেরিকান হোটেল চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে একীভূত হয়েছে আরেক বহুজাতিক হোটেল চেইন স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড ইনকর্পোরেটেড। এতে ম্যারিয়ট পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেইনে।

 

এ উপলক্ষে ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ব্র্যান্ড ‘হোটেল ওয়েস্টিনে’ আনন্দ উদযাপন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সম্প্রতি ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার দিলীপ মাধক, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

সর্ববৃহৎ ও সর্বোত্তম কোম্পানি হিসাবে পরিচিত ম্যারিয়ট ইন্টারন্যাশনালের বর্তমানে ১১০টি দেশে পাঁচ হাজার ৭০০টি হোটেল রয়েছে। আর রুম রয়েছে ১১ লাখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।