ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবাই বাংলাদেশের ওপর ছড়ি ঘুরাতে চায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সবাই বাংলাদেশের ওপর ছড়ি ঘুরাতে চায়

ঢাকা: বাংলাদেশ গরিব বলে সবাই ছড়ি ঘুরাতে চায় বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
 
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা ১১টায় বিজিএমইএ ভবনে ‘সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরোমনি অব ম্যানেজমেন্ট ট্রেনিং’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


 
সিদ্দিকুর রহমান বলেন, মিড লেভেল ম্যানেজমেন্টে বিদেশিরা কাজ করলে আমাদের এখানকার লোকজন কেন কাজ করতে পারবেন না। একর্ড অ্যালায়েন্স হওয়ার পর ৩৯টি কারখানা বন্ধ করতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন এ শিল্পই বন্ধ হয়ে যাবে।  

তিনি বলেন, বিশ্ব বাজারে পোশাকের চাহিদার ৩৫ শতাংশ চীন পূরণ করছে। ৫ দশমিক ৯ শতাংশ পূরণের মাধ্যমে তারপরের অবস্থানে  আমরা। আমাদের সামনে যাওয়ার আরো অনেক সুযোগ রয়েছে। কিন্তু আমরা গরিব দেশ হওয়ায় সবাই আমাদের ওপর ছড়ি ঘুরাতে চায়।  

‘ইতিবাচক সংবাদ হলো, বিশ্বের চারটি বড় শক্তি ভারত, চীন, রাশিয়া ও আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কিন্তু আমাদের প্রয়োজন দক্ষ জনবল’।  

তবে দেশে বর্তমানের প্রবৃদ্ধি বজায় থাকলে ২০২১ সালে পোশাক শিল্পের রফতানি ৫০ বিলিয়ন ডলার সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পবান্ধব জ্বালানি নীতি প্রয়োজন। আমরা সবাই একসঙ্গে কাজ করলে ২০২১ সালে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। দেশ হবে মধ্যম আয়ের।

বিজিএমই’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, বিজিএমিএ’র মাধ্যমে ৪৩ হাজার ৮শ’ মানুষকে দক্ষ করে গড়ে তোলা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনবলের স্বল্পতা, দুর্বলতা দূর করতে হবে। ডেনমার্কের সঙ্গে নতুন একটি প্রকল্পের কাজ করা হচ্ছে, যেখানে সামাজিক নিরাপত্তা বিষয়ে কাজ করা হবে। আমাদের বিশ্বাস এসব প্রকল্প সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়তা করবে।  

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইউএফটির ভিসি অধ্যাপক ড. নিজাম উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ।

ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানে ২০০ জনকে সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬ 
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।