ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলা

লক্ষ্যমাত্রা ছাড়ালো সিলেটের কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
লক্ষ্যমাত্রা ছাড়ালো সিলেটের কর আদায়

সিলেট: সিলেটের চার জেলায় সপ্তাহব্যাপী আয়কর মেলায় কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা হলেও মেলার পঞ্চম দিনেই তা প্রায় পৌনে ২৪ কোটি টাকা আদায় করেছে সংশ্লিষ্ট করঅঞ্চলগুলো।

শনিবার (০৫ নভেম্বর) পর্যন্ত চার জেলায় কর আদায় হয়েছে ২৩ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৪৩৬ টাকা। আর সেবা নিয়েছেন ১৬ হাজার ৩৩২ জন। এরমধ্যে রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৭০২ জন।

নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৮৩৬ ও ইটিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন ১৩ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে পাঁচদিনে কর আদায় হয়েছে মোট ২৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৮১১ টাকা। এরমধ্যে ৯ হাজার ৬ জন সেবা নিয়েছেন। যার মধ্যে রিটার্ন দাখিল করেছেন এক হাজার ৬১৫ জন।

আর নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৫৬০ জন ও ১০ জন ইটিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন।

সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ বলেন, শনিবার সিলেটে কর আদায় হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৪৬ টাকা। সেবা নিয়েছেন দুই হাজার ৫৬০ জন, রিটার্ন দাখিল করেছেন ৪৭১ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৩৬ জন।

এছাড়া মৌলভীবাজারে মোট কর আদায় হয়েছে ২১ লাখ ৩০ হাজার ৪১২ টাকা।   দুই হাজার ৭৬০ জন সেবা নিয়েছেন, রিটার্ন দাখিল করেছেন ৪৪৫ জন, নতুন ইটিআইএন রেজিষ্ট্রেশন করেছেন ১১১ জন এবং রি-রেজিস্ট্রেশন করেছেন ২জন।

‘শুধু শনিবার এ জেলায় কর আদায় হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩২৪ টাকা,’ যোগ করেন তিনি।

এদিকে হবিগঞ্জে মোট ২২ লাখ ৩৮ হাজার ৬৬৯ টাকা কর আদায় হয়েছে।   সেবা নিয়েছেন দুই হাজার ৩১৬ জন, ৪০৬ জন রিটার্ন দাখিল করেছেন। আর নতুন ইটিআইএন করেছেন ৯৫ জন।

শান্ত কুমার সিংহ বিলেন, ‘শনিবার ওই জেলায় কর আদায় হয়েছে ১০ লাখ ৫১ হাজার ৮৪৯ টাকা। ’

সুনামগঞ্জ জেলায় সর্বমোট কর আদায় হয়েছে ২ লাখ  ৯৫ হাজার ৫৫ টাকা। সেবা নিয়েছেন এক হাজার ৪৫৫ জন, রিটার্ন দাখিল করেছেন ১৪২ জন, নতুন ইটিআইএন করেছেন ৫৯ জন এবং রি-রেজিস্ট্রেশন করেছেন একজন।

‘এরমধ্যে শনিবার কর আদায় হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬৩৩ টাকা,  সেবা নিয়েছেন ৭৬৯ জন,’ যোগ করেন তিনি।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় একদিনের মেলায় কর আদায় হয়েছে ৯ হাজার টাকা। সেবা নিয়েছেন ১৩১ জন, রিটার্ন দাখিল করেছেন ৩ জন, নতুন ইটিআইএন ও রেজিস্ট্রেশন করেছেন একজন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একদিনে কর আদায় হয়েছে ২৪ হাজার টাকা, সেবা নিয়েছেন ১৫৩, রিটার্ন দাখিল করেছেন ৯জন, নতুন ইটিআইএন করেছেন ৩জন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দু’দিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনইউ/ওএইচ/এমএ

**
সিলেটের চার জেলায় চারদিনে কর আদায় ১৮ কোটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।