ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলার সময় বাড়ানো হবে না: এনবিআর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আয়কর মেলার সময় বাড়ানো হবে না: এনবিআর

ঢাকা: চলছে সপ্তম আয়কর মেলা। সাতদিনের মেলার ষষ্ঠদিন রোববার (০৬ নভেম্বর)।

মেলার সময় বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন করদাতারা। কিন্তু একদিনও সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে এনবিআর।
 
করদাতা ডা. পারভীন ইয়াসমীন বলেন, মেলা খুব গোছানো। তাই মানুষ আসছেন প্রচুর। মেলায় এসে বিশেষ সুবিধায় অল্পসময়ে কর পরিশোধ করা যায়। পাওয়া যায় আরো অনেক তথ্য। কিন্তু সাতদিন সেজন্য খুব কম সময়। তাই আমরা চাই মেলার সময় বাড়ানো হোক।
 
ব্যবসায়ী আজিজ আহমেদও মেলার সময় বাড়ানোর দাবি জানান। তিনি বাংলানিউজকে বলেন, আয়কর মেলার আর মাত্র একদিন আছে। কিন্তু যে ভিড় দেখা যাচ্ছে তাতে সব করদাতারা তাদের কাজ সম্পন্ন করতে পারবেন না। তাই মেলার সময় বাড়ানো উচিত। অন্যবারের মতো এবারো মেলার সময় বাড়ালে আমরা উপকৃত হবো।
 
রাজধানীর আগারগাঁও-এ এনবিআর এর নির্মার্ণাধীন ভবনের ৬২ হাজার বর্গফুট এলাকাজুড়ে হচ্ছে এবারের আয়কর মেলা। করদাতাদের সেবা প্রদানে রয়েছে ২৩টি হেল্প ডেস্ক। মুক্তিযোদ্ধা, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় কর দিতে আগ্রহীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রাখা হয়েছে শাটল বাসের ব্যবস্থা।
 
সপ্তম আয়কর মেলার প্রথম ৫ দিনে সারাদেশে আয় হয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। শুধুমাত্র ৫ম দিনেই আয় হয়েছে ২৫৯ কোটি ৯৩ লাখটাকা। প্রথম পাঁচদিনে সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবাগ্রহণ করেছেন। আর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।