ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ব্যাংকিংয়ের সুনির্দিষ্ট নীতিমালা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
মোবাইল ব্যাংকিংয়ের সুনির্দিষ্ট নীতিমালা দাবি ছবি: সুমন শেখ

ঢাকা: সুনির্দিষ্ট নীতিমালা নেই মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়, ফলে এ খাতে নানা অনিয়মে ভরে গেছে, তাই সুনির্দিষ্ট  নীতিমালা প্রণয়ণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

সোমবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি সফিকুর রহমান বলেন, নীতিমালার অভাবে কেবল আমরা অভিভাবকহীন নই, একইসঙ্গে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। আমাদের নিয়ম নীতির মধ্যে নিয়ে এলে আমাদের পাশাপাশি দেশও উপকৃত হবে।

তিনি আরও বলেন, ৬টি মোবাইল অপারেটর কোম্পানি এ খাতের সাথে জড়িত তারা সবাই বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালাকে উপেক্ষা করছে। দেশের আনাচে কানাচে অবৈধ সিম বিক্রি করছে, তাদের দোষের ভার আমরা বহন করতে পারি না, তাই জবাবদিহিতার ভেতর নিয়ে আসা প্রয়োজন নীতিমালা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।