ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সিলেটে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ কর আদায়

সিলেট: সিলেটে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ কর আদায় হয়েছে। দশ সহস্রাধিক লোক সেবা নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় আড়াইগুণ বেশি সেবাগ্রহীতা সেবা নিয়েছেন।

  নতুন ইটিআইএনধারী হয়েছেন প্রায় দেড় হাজার।  

সপ্তাহব্যাপী কর মেলায় সিলেট কর অঞ্চলে ৩৬ কোটি ৮২ লাখ ৩৭ হাজার ৯৬ টাকা কর আদায় হয়েছে।

সেবা গ্রহণ করেছেন ২৫ হাজার ৩৩২ জন, রিটার্ণ দাখিল করেছেন চার হাজার ৬৫০ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশনকারীর সংখ্যা এক হাজার ৩৭৯জন।

চার জেলার মধ্যে সাতদিনে শুধু সিলেটে কর আদায় হয়েছে ৩৬ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৭৬৭ টাকা।   সেবা নিয়েছেন ১৫ হাজার ১৭৪ জন, রিটার্ণ দাখিল করেছেন তিন হাজার ২২৭ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৯৪৭জন, পুরাতন ইটিআইএন রি-রেজিষ্ট্রেশন করেছেন ১১ জন।

এরমধ্যে সোমবার (০৭ নভেম্বর) শেষ দিনে সিলেটে কর আদায় হয় ৯ কোটি ৩৮ লাখ, ২১ হাজার ৫১৩ টাকা।   সেবা গ্রহণ করেন তিন হাজার ৫৮৯ জন, রিটার্ণ দাখিল করেন এক হাজার ১৩০ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৩৫১ জন এবং ইটিআইএন রি-রেজিষ্ট্রেশন করেন একজন।

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, চার জেলার মধ্যে মৌলভীবাজারে চারদিনের মেলা শেষ হয় রোববার (০৬ নভেম্বর)।   এই চারদিনে কর আদায়ের পরিমাণ ২১ লাখ ৩০ হাজার ৪১২ টাকা। সেবা নিয়েছে দুই হাজার ৭৬০জন, রিটার্ণ দাখিল করেছেন ৪৪৫জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১১১ জন এবং পুরাতন ইটিআইএন রি-রেজিষ্ট্রেশন করেছেন ২জন।

হবিগঞ্জে চারদিন ব্যাপী মেলা শেষ হয় রোববার (০৬ নভেম্বর)। হবিগঞ্জে এই চারদিনে কর আদায়ের পরিমাণ ছিল ৩০ লাখ ২৮ হাজার ২১২ টাকা। সেবা নেন ৩ হাজার ৪২ জন, রিটার্ণ দাখিল করেন ৫১৩ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১৫৩ জন।  

সুনামগঞ্জে চার দিনব্যাপী মেলা শেষ হয় সোমবার (০৭ নভেম্বর)। এদিন মেলায় কর আদায় হয়েছে ৭ লাখ ২০ হাজার ১১৭ টাকা। সেবা নেন ৮৬৪ জন, রিটার্ণ দাখিল করেন ৯১ জন, নতুন ইটিআইএন রেজিষ্ট্রেশন করেন ৫১ জন, পুরাতন ইটিআইএন রি-রেজিষ্ট্রেশন করেছেন একজন।

ওই জেলায় চার দিনব্যাপী মেলা থেকে ১২ লাখ এক হাজার ৭০৭ টাকা কর আদায় হয়েছে, সেবা নেন ৩ হাজার ৫১ জন, রিটার্ণ দাখিল করেন ইটিআইএন রেজিষ্ট্রেশনধারী হন ১৩৯ জন।

শ্রীমঙ্গলে একদিনের ভ্রাম্যমান মেলায় ১লাখ ১৯ হাজার ৪৩৯ টাকা কর আদায় হয়েছে। সেবা নেন ২৭৬ জন, রিটার্ণ দাখিল করেন ৪৩ জন, নতুন ইটিআইএন রেজিষ্ট্রেশন করেন ৪জন।

হবিগঞ্জের মাধবপুরে একদিনের মেলা থেকে ১ লাখ ৩৩ হাজার ৫০ টাকা কর আদায় হয়েছে, সেবা গ্রহণ করেছেন ২৩৫ জন, রিটার্ণ দাখিল করেছেন ৩৯ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৩ জন।

বালাগঞ্জ উপজেলায় অনুষ্টিত ভ্রাম্যমান মেলা থেকে ৯ হাজার টাকা কর আদায় হয়েছে।   সেবা গ্রহণ করেন ১৩১ জন, রিটার্ণ দাখিল করেন ৩জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন একজন।

সুনামগঞ্জের ছাতকে মেলা থেকে ২ লাখ  ৪৫ হাজার ৫৬৩ টাকা কর আদায় হয়, সেবা গ্রহণ করেন ২৬৭ জন, রিটার্ণ দাখিল করেন ৫৩ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১১ জন।

সিলেটের গোলাপগঞ্জে দুই দিন ব্যাপী মেলা থেকে ১ লাখ  ৯৪৬ টাকা কর আদায় হয়, সেবা গ্রহণ করেন ৩৯৬ জন, রিটার্ণ দাখিল করেন ৪৪ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১১ জন।

মেলার সমাপনী অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ আবু মোহাম্মদ দাউদ করনেটের আওতায় আসা লোকজনকে অভিনন্দন জানিয়ে বলেন, সপ্তাহব্যাপী আয়কর মেলায় সিলেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি টাকা। মেলার শেষে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ কর আদায় হয়েছে।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিন ব্যাপী চলে আসা মেলা সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।