ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ভ্যাট না দিতেই আন্দোলন করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
 ‘ভ্যাট না দিতেই আন্দোলন করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা’

ভ্যাট না দিতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলন করছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করলেন একদিন, আরেকদিন বন্ধ করবেন।

ঢাকা: ভ্যাট না দিতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলন করছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করলেন একদিন, আরেকদিন বন্ধ করবেন।

দাবিটা হচ্ছে আমি যেভাবে দেখছি ‘আমরা ভ্যাট দেবো না’। আমার ম্যাসেজ হচ্ছে ‘দ্যাট ইজ নট এক্সেপ্টেবল’। এই ব্যবসায়ীদের জন্য আমার ম্যাসেজ, ‘ভ্যাট থাকবে, ভ্যাট আদায়ে বাংলাদেশ অন্যান্য দেশের মধ্যে অন্যতম’।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সচিবালয়ে ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ট্যাক্স গাইড ২০১৬-২০১৭‘র মোড়ক উন্মোচনের আগে আলোচনায় মুহিত এসব কথা বলেন।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে মুহিত বলেন, আপনারা ঠিকমত হিসাব রাখেন না। এই জন্য যত গোলমাল হয়। ১৫ শতাংশ ভ্যাটের জন্য ভালোভাবে হিসাব রাখতে হবে।

তিনি বলেন, আমি প্রকৃত পক্ষে হতাশ এ রকম একটা ধর্মঘট হলো। এটা আবার করা হবে বলা হয়েছে। বিভিন্ন দেশে ভ্যাটের পরিমাণ বিভিন্ন ধরনের। কোন দেশে ২৫ শতাংশ আবার কোন দেশে ৫ শতাংশ।

মুহিত বলেন, ৫০ হাজার যদি করদাতা হয়। আমি প্রতিজ্ঞা করছি ভ্যাটের হার নিচের দিকে নামবে। আমি প্রথমবারও বলেছি ১৫ শতাংশ আমরা একটি ইউনিফর্ম রেটে বাড়াচ্ছি। এটি গ্রহণযোগ্য হলে বদলাতে চাই না।  

ভ্যাট প্রদানের জন্য নিবন্ধিতদের কাছ থেকে ভ্যাট অবশ্যই আদায় করতে হবে। ৭৭ হাজার নিবন্ধনের পর যদি ১১ হাজার দেয় তাহলে আপনারাই বলেন এটা কেমন হয়।

অর্থমন্ত্রী বলেন, একটি প্রাইভেট কোম্পানির জরিপে বলা হয়েছে আমাদের দেশে ৬ লাখ ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা ১৫ শতাংশ রেট দিয়েছি। এটি বাড়ানোর ইচ্ছা নেই এই ‍মুহূর্তে। তবে এটা কমাতে পারি যদি আরো বেশি মানুষ ভ্যাট দেয়।

এর আগে মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে ২ নভেম্বর ঢাকায় সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন, ডিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আতিক-ই-রাব্বানীসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসই/বিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।