ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আয়কর দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা  ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সমৃদ্ধির সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’, ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’, ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানে ও ‘আমার জন্য আমার কর’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৬।

ঢাকা: ‘সমৃদ্ধির সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’, ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’, ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানে ও ‘আমার জন্য আমার কর’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৬।
 
বুধবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গনে আয়কর দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।


 
পরে বোর্ডের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে র্র‌্যালির উদ্বোধন করেন তিনি।

এরপর খোলা জিপে করে র‌্যালিতে অংশ নেন চেয়ারম্যান। র‌্যালিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ সেলিব্রেটিরা অংশ নেন।
 
র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে বের হয়ে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে গিয়ে শেষ হয়।
 
র‌্যালিতে আয়কর দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বোর্ড ও বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
 
র‌্যালিকে দৃষ্টিনন্দন করতে অংশগ্রহণকারীরা আয়করের স্লোগান সম্বলিত টি-শার্ট, ক্যাপ পরিধান করেন। এছাড়া র‌্যালিতে আয়কর সচেতনতা বাড়াতে গান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ঘোড়ার গাড়ি, আনসার-ভিডিপি’র বাদক দল অংশ নেন।
 
ঢাকাসহ সব বিভাগীয় শহরেও জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আয়করে সচেতনতা তৈরিতে মোবাইল এসএমএস দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে অংশ নেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, হাবিবুল বাশার, আকরাম খান, মোস্তাফিজুর রহমান, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নোবেল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরইউ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।