ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ব্র্যাকের ত্রাণ সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ব্র্যাকের ত্রাণ সহায়তা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ব্র্যাক।

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ব্র্যাক।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

 

ব্র্যাকের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে একটি করে কম্বল, সাবান, সোয়েটার, দুইটি করে রান্না করার পাত্র, চামচ, প্লেট, পানির পাত্র দেওয়া হয়েছে।  

এছাড়াও ওইসব পরিবারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ওই পরিচয়পত্র দেখিয়ে ক্ষতিগ্রস্তরা সাহায্য নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা  করতে চায় তাহলে ব্র্যাক ব্যাংক ও বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন।

অ্যাকাউন্ট নাম: ব্র্যাক, ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী
ব্যাঙ্কের নাম: ব্র্যাক ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: 150120-2316474001
বিকাশ নম্বর: 01730321765 

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।